দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ব্রাজিল
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
৭৭
বার এই সংবাদটি পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে পার্থক্য ১৭। মাঠের খেলায়ও সেটার প্রমাণ মিললো। ফিফা প্রীতি ম্যাচের প্রথমার্ধেই কার্লো আনচেলত্তির দলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছেন এস্তেভাও ও রদ্রিগো।
সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে ১৩ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গুইমারেসের রক্ষণছেড়া পাস ডি বক্সের ভেতর গিয়ে ধরেন এস্তেভাও। তখন তার সামনে কোরিয়া গোলরক্ষক বাদে আর কেউ নেই। চিপ করে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।
বিরতির আগে রদ্রিগোর গোলটা ছিল দলগল নৈপুণ্যের সুন্দর প্রদর্শনী। ৪০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠলেও মাঝমাঠ হয়ে বল যায় বাঁপ্রান্তে ভিনিসিউস জুনিয়রের কাছে। ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর দিকে পাস দেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড পাস না ধরে সুযোগ করে দেন ক্যাসেমিরোকে, নিজে উঠে যান একটু ওপরে। ক্যাসেমিরো প্রথম স্পর্শেই তাকে বল বাড়িয়ে দেন। রদ্রিগো বল নিয়ে দুই বল বাঁক দিয়েই দূরের কোণা দিয়ে জাল কাঁপান।
ব্রাজিল এই ম্যাচের একাদশ সাজিয়েছে ম্যাথুস কুনহাকে সবার সামনে রেখে। তাকে সহায়তা করার জন্য মিডফিল্ডে ভিনিসিউস, রদ্রিগো ও এস্তেভাও। দুই ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো ও গুইমারেস। রক্ষণভাগে ভিতিনহো, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস।
ব্রাজিলের মূল গোলরক্ষক অ্যালিসন বেকার। লিভারপুলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন তিনি। যে কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। আনচেলত্তি তাকে দলেই রাখেননি। তবে এদেরসন আছেন, তিনি অবশ্য এই ম্যাচের স্কোয়াডে নেই। গোলপোস্টে দাঁড়িয়েছেন গত বছর অভিষেক হওয়া আল নাসর গোলরক্ষক বেন্তো।
Leave a Reply