চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যা এবং রাউজানে প্রকাশ্যে গুলি, সংঘর্ষ ও পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব–৭। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
তিনি জানান, চট্টগ্রাম–৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় আলাউদ্দীন ও হেলাল নামের দুজনকে নগরীর চান্দগাঁওয়ের হাজিরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজন সরাসরি কিলিং মিশনে জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ মামলার প্রধান আসামি রায়হানকে গ্রেফতার অভিযান চলছে বলেও তিনি জানান।
র্যাব আরও জানায়, রাউজানে গুলিবর্ষণ এবং পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরীকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ইশতিয়াক চৌধুরী, জ্যাকি ও জনি—এই তিনজনকে চকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৬ নভেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর চালিতাতলী এলাকায় ইদ্রিস নামের এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা পায়ে দুটি গুলি করে। ওই ঘটনার সঙ্গে জড়িত রাজ নামের একজনকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রউফাবাদ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব–৭।
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে পুলিশের তালিকাভুক্ত আসামি সরোয়ার বাবলা হত্যাকাণ্ডে বায়েজিদ থানায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহত বাবলার বাবা আবদুল কাদের বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


Leave a Reply