পঞ্চগড়ের বোদায় ১ম মানসম্মত, নিরিবিলি আবাসিক হোটেল ও কমিউনিটি সেন্টার। পঞ্চগড় এ ব্যাক্তিগত গাড়ি নিয়ে এসে বা, ভাড়া করে পুরো পঞ্চগড় ঘুরে দেখার ইচ্ছা হলে বোদায় থাকাটা হবে সবচাইতে বেষ্ট—
বোদায় থাকলে চারপাশে যেতে পারবেন-
দেশের সবচাইতে বড় কমলার বাগান (৬০ বিঘা)
৩ বিঘা করিডোর (ঠাকুরগাঁও)
টাংগন ব্যারেজ
মাড়েয়া টি ফরেষ্ট
মির্জাপুর শাহি মসজিদ ( আটোয়ারী)
বদেশ্বরী মন্দির
তেতুলিয়া যেতে আপনার বোদা থেকে লাগবে ১ ঘন্টা
মহারাজার দিঘী
চা বাগান
রকস মিউজিয়াম
.আনন্দধারা
তেতুলিয়া ডাকবাংলো
জিরো পয়েন্ট
হিমালয় পার্ক
কাঞ্চনজঙ্ঘা ভিউ( মহানন্দার পাড়)
আপাতত এগুলাই থাক। এগুলো মুল। আরও জায়গা আছে। সেগুলো উল্লেখ করলাম না। এগুলাতেই ৪-৫ দিনের ফুল ট্যুর হয়ে যাবে।
Leave a Reply